প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমাদের সশস্ত্র বাহিনী পুরো বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। অন্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর।
রোববার (২১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি’র স্মারক ও ঐতিহ্য সমৃদ্ধ চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমাদের সশস্ত্র বাহিনী পুরো বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। অন্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর।
রোববার (২১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি’র স্মারক ও ঐতিহ্য সমৃদ্ধ চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো সবার কাছে সুপরিচিত। এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বিশেষ নজর দিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনেও এদেশে এদেশের সশস্ত্র বাহিনী বিশেষ অবদান রেখে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলার কথা জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা এদেশের সশস্ত্র বাহিনী সারাবিশ্বে মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে জনগণের আস্থা-বিশ্বাস অর্জনের মাধ্যমে। এদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী কারো সাথে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সব সময়ই প্যালেস্টাইনের পক্ষে ছিল, আছে থাকবে।