মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে অসহনীয় অবস্থা বিরাজ করছে। বৈশাখের শুরুর থেকেই গ্রীষ্মের কাঠফাঁটা রোদে তপ্ত চারপাশ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। তীব্র গরমে অফিস-বাসাবাড়ি, মার্কেট সর্বত্র এসি, ফ্যান, ফ্রিজসহ চার্জার ডিভাইস ব্যবহারের প্রবণতা  বেড়েছে। যার ফলে বিদ্যুতও অন্য সময়ের তুলনায় বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎ বিভাগ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করেছে।এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ২২ এপ্রিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট।
মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। এসময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সম্পর্কিত পোস্ট