মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে।

শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারতলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে। সূত্রাপুর ফায়ার স্টেশন-এর দুটি ইউনিট কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এক সূত্রে জানা যায়, মোট পাঁচটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট