মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বরিশালের হিজলায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাঁধার অভিযোগ

বরিশালের হিজলায় উপজেলা নির্বাচনে প্রচারণায় বিঘ্ন ঘটিয়ে কর্মী সমর্থকদের হুমকি-ধামকি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু সিকদার।
শনিবার (১৮ মে) দুপুর ২টায় উপজেলার কাউরিয়া বাজারস্থ তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ করতে গিয়ে আমার কর্মী সমর্থকরা প্রতিনিয়ত বাঁধা, হুমকি ও সন্ত্রাসী হামলার সম্মুখীন হচ্ছেন।
তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় স্বতন্ত্র এমপি পংকজ নাথ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তার মনোনীত প্রার্থী চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এমনকি শুক্রবার (১৭ মে) রাতে এমপি পঙ্কজ নাথের নির্দেশে চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর লোকজন বড়জালিয়া ইউনিয়নের শান্তির হাটে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। একজন সংসদ সদস্য সরাসরি একজনের পক্ষ করায় আমি মনে করি সব কয়টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন এ প্রার্থী।
এ বিষয়ে তিনি রির্টানিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি, কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর মোর্শেদ টিটো, প্রবীন আওয়ামী লীগ নেতা মাষ্টার মো. নেয়ামত উল্লাসহ প্রমুখ।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট