মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (২৬ মে) এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে নতুন বিমান বাহিনী প্রধান হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হাসান মাহমুদ খাঁন মূলত বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপন রোববার জারি করা হয়েছে। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুন বিকেল থেকে বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অবসরে যাবেন। তিনি বিধিমতে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া অপর একটি প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি বিমানবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১১ জুন বিকেল থেকে হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

সম্পর্কিত পোস্ট