শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তরের দুই নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. মাহবুবুর রহমান জাকিরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোকসেদুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্র লীগ নেতা ড. সরকার মো. আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও দৈনিক গ্রামীণ কৃষির সম্পাদক এস এম আশরাফুল আলম, কেন্দ্রীয় সহ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু ও কৃষিবিদ হাসান রুহি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, গিলবার্ট গমেজ শিশির, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, সাংবাদিক মো. রাজিবুল ইসলাম ও মো. হানিফ হাজারী।