মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’ এ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতবিার (৬ জুন) নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে নারায়ণগঞ্জ প্রকৌশল ও জাহাজ জরিপকারকের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশীদ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি আলহাজ্ব মো. বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নৌ বন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ শাখার উপ পরিচালক (নৌ নিট্টা) বাবু লাল বৈদ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামান রাজা, সহ সভাপতি নুরুল আমিন কাজল।

অনুষ্ঠানে সকল লঞ্চ মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও লঞ্চের মাষ্টার ড্রাইভার ও শ্রমিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট