ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে টানা তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোটের নেতা নরেন্দ্র মোদি। এসময়য় মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি এবং ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।
এদিকে, ২০১৪ সালের লোকসভা ভোটে এনডিএর জয়ের পর রাষ্ট্রপতি ভবনের সামনে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নেন মোদি। এরপর ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে একই স্থানে শপথ নেন মোদি। সেসময় শপথবাক্য পাঠ করান তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারও সেই একই জায়গায় শপথ অনুষ্ঠান হচ্ছে।
আজ (রোববার) শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদন মতে, রাষ্ট্রপতি ভবনে মোদির মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আট হাজারের বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়।
উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশগুলোর বেশ কয়েকজন নেতাও। এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং সেশেলসের ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আফিফ উপস্থিত রয়েছেন।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড), মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান ঘিরে রোববার সকাল থেকেই দিল্লির ওপর বিশেষ নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর বেশ কয়েকটি হেলিকপ্টার। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলোতে এনএসজি ও সেনাবাহিনীর স্নাইপার মোতায়েন করা হয়েছে।