মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বড় সাফল্য পেয়েছে কট্টর ডানপন্থিদ দলগুলো

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি দলগুলো বড় রকমের সাফল্য পেয়েছে। কট্টর ডানপন্থি দলগুলোর এই সাফল্য ইউরোপের ভবিষ্যৎ রাজনীতির গতিপথে অনিশ্চয়তা যোগ করেছে। চার দিনের নির্বাচন রোববার শেষ হয়। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২১টি দেশের ভোটাররা ভোট দেন। ভোটারের সংখ্যা ৩৫ কোটি।
ফ্রান্সে মেরিন লে পেনের ন্যাশনাল র‌্যালি পার্টি ভোটে এমন আধিপত্য বিস্তার করেছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থিদের উত্থানকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের।
ওই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৭২০ আসনের এই পার্লামেন্টে মধ্যপন্থি, উদার ও সমাজতান্ত্রিক দলগুলো মিলে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। তবে বিশেষ করে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফল একটা বড় ধাক্কা হয়ে এসেছে। ফ্রান্সে ডানপন্থি মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র‌্যালি  প্রায় ৩৩ শতাংশ ভোট পেতে যাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট। এই ফল দেখে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ম্যাক্রোঁ। তিনি দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। এই পদক্ষেপকে তার জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
ম্যাক্রোঁর মতো করেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের জন্যও এই নির্বাচন দুঃসংবাদ হয়ে এসেছে। নির্বাচনে তার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি খুবই খারাপ ফল করেছে। উগ্র ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দ্বিতীয় স্থানে রয়েছে।
অস্ট্রিয়ায় অতি ডানপন্থি ফ্রিডম পার্টি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি ২৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে।
ভালো ফল করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি।
বিশ^জুড়ে ইউরোপীয় পার্লামেন্টকে বলা হয়ে থাকে ইউরোপীয় জাতিসত্তার আয়না এই পার্লামেন্ট নির্বাচনে কোনো দল থেকে ব্যক্তিবিশেষ সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেন না। শুধু দলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল ইউরোপীয় পার্লামেন্টের সম্ভাব্য সদস্য হওয়ার জন্য তালিকা তৈরি করে। যেকোনো দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদ সদস্যপদ পায়।
ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য কোটা নির্ধারিত হয় দেশগুলোর জনসংখ্যার অনুপাত অনুযায়ী। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সব সময় পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

সম্পর্কিত পোস্ট