টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ১৪০ রান তুলেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ৯ ওভারে ৭০ রান তুলে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই উইকেটই তুলে নিয়েছেন রিশাদ হোসেন। এর পরপরই আবারও বৃষ্টির জন্য খেলা বন্ধ।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
টাইগারদের দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ দুই অজি ওপেনার শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন। টাইগার বোলারদের সামলে দ্রুত রান তুলেছেন ওয়ার্নার এবং হেড। ১৮ বলে ৩ চার আর ২ ছয়ে ৩২ রান করেন ওয়ার্নার। হেড করেন ৩ চার আর ২ ছয়ে ২০ বলে ৩১ রান।
দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে ৬৪ রান তলার পরই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করেন। এদিকে বৃষ্টির পর সপ্তম ওভারের পঞ্চম বলেই রিশাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন হেড। এরপর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হয়েছেন মিচেল মার্শ। তবে মার্শকেও বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি রিশাদ।
নবম ওভারে বোলিংয়ে এসেই মার্শকেও সাজঘরের পথ দেখান রিশাদ। তরুণ এই লেগ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন অজি অধিনায়ক। এরপর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন ম্যাক্সওয়েল, ৬ বলে ১৪ রান করেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান।