হজরত আনাস (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এ দোয়া একবার পড়বে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে এক-চতুর্থাংশ মুক্ত করবেন। দুবার পড়লে অর্ধেক মুক্তিদান করবেন। তিনবার পড়লে তিন-চতুর্থাংশ অব্যাহতি দান করবেন এবং চারবার পড়লে আল্লাহ তায়ালা তাকে জাহান্নামের আগুন থেকে সম্পূর্ণ মুক্তিদান করবেন।
দোয়াটি হচ্ছে- ‘আল্লাহুম্মা ইন্নি আসবাহতু, উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালা-ইকাতাকা ওয়া জামিয়া খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসুলিক।
অর্থাৎ হে আল্লাহ আমার সকাল হলো। এখন আমি আপনাকে, আপনার আরশ বহনকারীদের, সব ফেরেশতাকে এবং সব সৃষ্টিকে এ বিষয়ে সাক্ষী বানাচ্ছি যে, আপনি ছাড়া আর কোনো প্রভু নেই, আর মুহাম্মদ (সা.) আপনার বান্দা ও রাসুল।’
(আবু দাউদ : ৫০৬৯)
সুত্র: দৈনিক সময়ের আলো