মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে বেপরোয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুপুরে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলো- হাইমচর উপজেলার নয়ানি গ্রামের দীন মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং অপরজন উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামে নজরুল ইসলাম খানের ছেলে মেহেদী হাসান শাহিন (২০)। সম্পর্কে তারা দুজন বন্ধু।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বিষয়টি পিস বাংলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চাঁদপুর শহর থেকে একটি মোটরসাইকেলে করে সাইফুল ইসলাম ও মেহেদী হাসান শাহিন বাড়ির দিকে রওনা হন। তারা চাঁদপুর সদর উপজেলার জব্বার ঢালি এলাকায় পৌঁছালে বৃষ্টিভেজা রাস্তায় নিয়নন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। এতে দুই জনই মাথায় গুরতর আঘাত পায়। ঘটনাস্থলেই সাইফুল মারা যান। আর স্থানীয়রা দ্রুত ছুটে এসে শাহিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শাহিন মারা যান।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সম্পর্কিত পোস্ট