মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার উদ্যোগে তার নিজ গ্রাম আমিয়াপুরে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড় ছেলে।

সম্পর্কিত পোস্ট