বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ওব্যারিষ্টার আশফাক হোসেন চৌধুরী মাহি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও গরিব মানুষের প্রকৃত বন্ধু। প্রধানমন্ত্রী দরীদ্র ও অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে থাকে।
রোববার (১৬ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার আশফাক হোসেন চৌধুরী মাহি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এত ব্যাস্থ্যতার মাঝেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভুলেন না।
তিনি বলেন, আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আযহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দাদা আওয়ামী লীগের প্রেসিডিয়অম সদস্য, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ আমার পরিবারের পক্ষ থেকে চাঁদপুর-২ তথা মতলব উত্তর ও দক্ষিন উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পাড়ি।
ত্যাগের মহিমায় সবার ঈদ হোক আনন্দের। ঈদ মোবারক।
ছেংগারচর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের উপ কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহজাহান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলী এমরান জুয়েল, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য জোবায়ের আহম্মেদ জনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ছেংগারচর পৌরসভার বিভিন্ন গ্রামের ৪ হাজার ৯শ ২৪ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল বিতরণ করা হয়।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পুন্ন করা হবে । উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তষ্ট হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান তিনি।