ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথিদের স্বাগত জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম দিপু চৌধুরীর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুম দিপু চৌধুরীর সহধর্মিণী সুর্বণা চৌধুরী বীণা, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও মরহুম দিপু চৌধুরীর ছোট ভাই রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য মরহুম দিপু চৌধুরী সন্তান ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্র, দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতিমা সুলতানা, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আমজাদ হোসেন লিটন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি।
আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলহাজ হানিফ দর্জি, কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম গাজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী প্রমুখ।
ইফতারের পূর্বে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় একই সঙ্গে বাংলাদেশের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।
উপস্থিত জনরা বলেন, দিপু চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ট কর্মী ছিলেন। মানুষের বিপদে-আপদে দলমত নির্বিশেষে সবসময় তিনি এগিয়ে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।