মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মতলবের জনসাধারণের উন্নত চিকিৎ সুনিশ্চিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান মায়া চৌধুরীর

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরতদের উদ্দেশে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মতলবের জনসাধারণের জন্য সকল ধরনের উন্নত চিকিৎসাসেবা যাতে সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি চাই, মতলবের মানুষ এখানে উন্নত চিকিৎসাসেবা পাক। এ ব্যাপারে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন, আমি করবো।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথঅ বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্নার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা কর্নার দুটির মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে জানতে পারবে। তিনি আরো বলেন, এই কর্নারগুলোতে যেসব ছবি সংযোজন করা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

তিনি বলেন, এই হাসপাতালে যত ধরনের যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন তা আমাকে জানালে আমি নিশ্চিত করার চেষ্টা করব। আমি চাই, আমার মতলববাসী যেন ঢাকার সেবা এখানেই পায়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক উন্নয়ন ও অসামান্য অবদান রাখায় বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এসব তথ্য সংকলন করে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি স্বাস্থ্য  প্রতিষ্ঠানে ‘শেখ হাসিনা কর্নার’ তৈরি করে জনসাধারণকে তা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহধর্মিণী ও মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মো. আহসান হাবীব, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার একান্ত সহকারী কামরুল হাসান মামুন প্রমুখ।

এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত পোস্ট