মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউদ্দিন মারা গেছেন।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১০টায় ক্যাম্পাস সংলগ্ন তালাইমারীস্থ নিজ বাসায় মৃত্যুবরন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক মোহাম্মদ জিয়াউদ্দিন ১৯৯১ সালে রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর হেতম খাঁ গোরস্থান মসজিদে মরহুমের নামাযে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
এদিকে এই অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউদ্দিনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট