মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কলকাতার অভিনেত্রী সোহিনী বিয়ে করছেন গায়ক শোভন

কলকাতার তারকা অভিনেত্রী সোহিনী সরকার বিয়ে করছেন। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক রয়েছেন এই অভিনেত্রীর। জানা গেছে, চলতি সপ্তাহে প্রেমিককেই বিয়ে করছেন অভিনেত্রী। কলকাতার গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে ১৫ জুলাই তারা বিয়ে করছেন।
গত বছর বর্ষায় প্রথম আলাপ হয়েছিল এই জুটির, পরে তা প্রণয়ে রূপ নেয়। বছর ঘুরতেই পরিণয়ের সিদ্ধান্তে এসেছেন তারা। প্রতিবেদনে আরও লিখেছে, শহরের অদূরে একটি ফার্মহাউসে দুই পরিবারের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সোহিনী ও শোভন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়েতে সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন পরবেন ধুতি-কুর্তা। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ ও মাটন, থাকছে না বিরিয়ানি।
আগামী শীতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এতে টালিগঞ্জের অভিনয়শিল্পী ও নির্মাতারা থাকবেন।

সম্পর্কিত পোস্ট