মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ডিবির দায়িত্বে আশরাফুজ্জামান, হারুনকে বদলি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। একই আদেশে ডিবির দায়িত্বে থাকা আলোচিত-সমালোচিত অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলী করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার লজিস্টিক অ্যান্ড ফিনান্স প্রকিউরমেন্ট শাখার দায়িত্বে ছিলেন। মেহেরপুর জেলার গাংনী উপজেলার এই কর্মকর্তা বিসিএস ১৭ ব্যাচের।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট হিসেবে বদলী করা হয়েছে। ড. খন্দকার মহিদ উদ্দিন ডিএমপির মুখপাত্র হিসেবে কাজ করতেন।

সম্পর্কিত পোস্ট