মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ওমর সানী-মৌসুমীর দাম্পত্য জীবনের ২৯ বছর

দাম্পত্য জীবনের ২৯ বছরে পদার্পণ করছেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিল চলচ্চিত্রের সফল এই জুটি।
ওমর সানী বলেন, ‘মৌসুমী আমার সুখে দুঃখে পথচলার সঙ্গী, আমার জীবনের আলো, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব। আমার জীবনে নানান বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও মৌসুমী যা সিদ্ধান্ত নিয়েছে তা আমাকে মুগ্ধ করেছে। সারাটি জীবন আমাদের দুই সন্তানসহ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে দুঃখে বাকিটা জীবন পার করে দিতে পারি এই দোয়াই চাই।’
মৌসুমী বলেন, ‘আমার জীবনে সানীর ভূমিকা অন্যতম। সংসার জীবনে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপর যে মধুর সময় আসে তা যেন জীবনের অন্যতম অংশ। আমৃত্যু যেন আমরা দুজন দুজনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই।’
সানী-মৌসুমী দম্পতির সংসারে এক পুত্র ফারদিন ও কন্যা ফাইজা রয়েছে। বর্তমানে মৌসুমী আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তার কন্যা ফাইজা লেখাপড়া করছে। চলতি বছরের শেষে দেশে ফেরার কথা রয়েছে মৌসুমীর।

সম্পর্কিত পোস্ট