মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মোবাইল ইন্টারনেট বন্ধের পর এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা সারাদেশে ছড়িয়ে পড়ার কারণে মোবাইল ইন্টারনেট বন্ধের পর এবার ফেসবুক, হোয়াটঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ইউটিউবসহ গুগলের পরিষেবাগুলো এখনও চালু রয়েছে।

রোববার (০৪ আগস্ট) দুপুর ১টা থেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকে ব্রডব্যান্ডেও ফেসবুক, হোয়াটঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করছে না।

জানা গেছে, মোবাইল ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপারেটররা ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দেওয়া হয়েছে।

এর আগে মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছিল, দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফোর-জি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে। ফলে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে।

সম্পর্কিত পোস্ট