মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার আহ্বান সরকারের

সরকারের পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানিয়েছে সরকার।
রোববার (০৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো  এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রোববার সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে সারাদেশ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অসংখ্য যানবাহন, স্থাপনা, বাড়িঘরে হামলা, ভাঙচুর চালানো ও আগুন দেয়া হয়েছে।
সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্দোলনকারীদের এক দফা কর্মসূচি ঘিরে সারাদেশে সহিংসতায় ছড়িয়ে পড়ার মধ্যে দেশে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি থাকবে বলে সরকারের নির্বাহী আদেশে ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সারাদেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে।

সম্পর্কিত পোস্ট