মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রূপরেখা: নাহিদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

সোমবার (০৫ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। আলোচনার মাধ্যমে জাতীয় সরকার গঠনের রূপরেখা এবং কারা কারা থাকবেন তাদের নাম জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

নাহিদ বলেন, ‘এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি। যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছে, সেটি বিলুপ্ত করতে হবে। অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের জাতীয় বীর ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘এই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকরা অবশ্যই থাকবে এবং নাগরিক সমাজের নানা শ্রেণিপেশার মানুষ থাকবে।’ নাহিদ বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতা নষ্টের সব ধরনের প্রচেষ্টা নষ্ট করে দিতে হবে।’

তিনি বলেন, ‘এখানে সাম্প্রদায়িক উসকানি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আমাদের দেশের এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। এসব চেষ্টা ব্যর্থ করে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

গণমাধ্যমের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমেই আমাদের দাবি বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সব সময় গণমাধ্যমের প্রতি সহযোগী ছিলাম। আমরা রাজপথে আন্দোলন করেছি, আপনারা সারা বিশ্বে তা ছড়িয়ে দিয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো দেশবাসীকে আহ্বান জানাবো।’

এ সময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট