কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ১১ আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও সেটি হচ্ছে না। সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেদ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে যায়।
বুধবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত পরীক্ষাসূচি জানানো হবে। আবারও দুশ্চিন্তায় পড়ল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতেই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়। এরপর ১১ অগাস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচিও প্রকাশ করা হয়। ওই সূচি অনুযায়ী এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো ৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। আর ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।