মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : নাহিদ

কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে জানাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে তাঁর কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১১ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, প্রথম কার্যদিবসে সকাল ১০টায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাহিদ ইসলাম।

বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমান উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা থেকে ফুল দিতে চাইলে তিনি তা নেননি। বৈঠকে নাহিদ ইসলাম ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে এবং মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং কার নির্দেশে এ কাজ করা হয়েছিল তার তদন্ত শুরু হচ্ছে। দায়ীদের শাস্তি পেতে হবে। ‘

উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেট বন্ধের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। কমিটি গঠনের পর সদস্যরা রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে যান। সেখানে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

সম্পর্কিত পোস্ট