মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা ২৫ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় সেখানে যান সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি সোয়া ১১টার দিকে তিনি বের হয়ে যান।

২৫টি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য এই বৈঠক বসেছেন। বৈঠকে সচিবরা প্রধান উপদেষ্টাকে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় অবহিত করবেন এবং প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগসহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এ মন্ত্রণালয়গুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট