মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার। তবে এ উপলক্ষে আজ কোনো কর্মসূচি না থাকলেও আগামীকাল শুক্রবার তার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সারাদেশের সব বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে ৬ আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি যেকোনো মুহুর্তে বাসায় ফিরতে পারেন। ইতোমধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী পুলিশের স্কট নিরাপত্তা পেয়েছেন।
বিএনপির ওয়েবসাইট বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদা। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই এই শোকের দিনে বেশ ক’বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে বিএনপি।

সম্পর্কিত পোস্ট