মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ-আহতদের তালিকা প্রণয়নে কমিটি গঠন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও আহতদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা করতে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটি ছাত্র-জনতার সাম্প্রতিক সময়ের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে। এছাড়া শহীদ ও আহতদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ ভালিকা প্রস্তুত করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের কমিটির করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সদস্য সচিব হিসেবে কমিটিতে থাকবেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি।

সম্পর্কিত পোস্ট