বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উদযাপন করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের কেন্ত্রীয় সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসানের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মীরা জন্মদিন উদযাপনে অংশ নেন।
এ সময় শ্রীনগর বিএনপির সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উদযাপনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থান পরিদর্শন ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন।