মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

পশ্চিমবঙ্গের আর.জি কর হাসপাতালে ডা. মৌমিতা দেবনাথকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এবং বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পূর্ববর্তী সকল ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নারী শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকালে “আওয়াজ তোলো নারী” ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের দোয়েল চত্বর, শহীদ মিনার প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমুর সঞ্চালনায় সমাবেশে নারী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহনুমা আহমেদ নিরেট বলেন, ওপার বাংলায় মৌমিতা ধর্ষণের ঘটনায় মেডিকেল কলেজ প্রশাসনের যে অসহযোগিতামূলক আচরণ দেখেছি তা এপার বাংলায়ও আমাদের কাছে পরিচিত। নারী হিসেবে এই রাষ্ট্রের কাছে আমাদের দাবী হলো আইনি সহযোগিতার ক্ষেত্রে প্রশাসন যেনো সর্বোচ্চ সহযোগিতা করে, আইনের যেনো কঠোর প্রয়োগ করে এবং দ্রুততম সময়ের মধ্যে যেনো রায় ঘোষণা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমিন বলেন, নারীরা সারা পৃথিবী জুড়েই ধর্ষণ নিপীড়নের শিকার হয়ে চলছে। কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনায় প্রশাসনের গড়িমসির সুষ্ঠু জবাবদিহিতা নিশ্চিতের যে আন্দোলন চলছে তাতে পূর্ণসংহতি জানিয়ে আমরা এ কথাও বলতে চাই কুমিল্লায় সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রকাশ্যে করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল বর্তমান সরকারকে নারীর জন্য নিরাপদ দেশ নিশ্চিত করতে হবে।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আনিকা আরেফিন অনু বলেন, নারীর জন্য নিরাপদ দেশ আমাদেরকে এখনই গড়ে তুলতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই নারীরাই অগ্রণী ভূমিকা পালন করেছিলো ফলে আমাদেরকে আমাদের এই সরকারকে বাধ্য করতে হবে দেশের সকল ধর্ষণের ঘটনার বিচার করতে এবং নারীর জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিশা জাহান বলেন, সবাই যতদিন নিজের জায়গা থেকে আওয়াজ না তুলবো, নিজের আশেপাশের নারীকে করা ছোট বড় সব লাঞ্চনার প্রতিবাদ না করবো ততদিন এর সমাপ্তি নেই। আমাদেরকে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। নারীর জন্য আমাদের লড়াই চলমান রাখতেই হবে।

সম্পর্কিত পোস্ট