মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সংবাদকর্মীর বাসায় তালা ভেঙ্গে চুরি

সংবাদকর্মীর বাসায় তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা এবং মূল্যবান জিনিস নিয়ে যায়। ভুক্তভোগী ঢাকা মেইলের জেষ্ঠ্য প্রতিবেদক মোস্তফা ইমরুল কায়েস কর্মরত আছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আটিবাজারের একটি বাসায় ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, তিনি সকালে বাসা থেকে বের হন কর্মস্থলের উদ্দেশ্যে। দুপুরের পর তার বাড়ির মালিক তাকে কল করে যানান তার ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। ঘরের জিনিসপত্র এলোমেলো। আলমারি তছনছ বলে জানান। খবর পেয়ে তিনি বাসায় ছুটে যান। গিয়ে দেখতে পান তার আলমারির ড্রয়ার ছাড়াও বিভিন্ন জিনিস তছনছ করেছে চোর। কিছু টাকা পয়সা নিয়ে গেছে।

তিনি আরও জানান, এই ভবনের এক বছর আগেও পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। আজ দুপুরের পর ভবনের প্রধান গেট খোলা থাকায় সুযোগে চোর ঢুকে তালা ভেঙ্গে চুরি করেছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ঠ থানাকে জানাবেন বলে জানান।

তিনি বলেন, আমি প্রতিদিন সকালে কর্মস্থলে যাই এবং রাতে আসি। বাসায় কেউ না থাকায় চোর এই সুযোগ নিয়েছে। ভাগ্য ভালো স্ত্রী গ্রামে যাওয়ার সময় স্বর্ণ অলংকার নিয়ে গেছে, না হলে বড় ক্ষতি হতো।

তিনি আরও বলেন, এলাকার সিসি ক্যামেরায় চোরকে শনাক্তের চেষ্ঠা চলছে।

সম্পর্কিত পোস্ট