মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অবসরের ঘোষণা দিলেন বিশ্বজয়ী গোলকিপার

সেরা গোলরক্ষকের তালিকায় লেভ ইয়াসিন, জিয়ানলুইজি বুফন, ইকার ক্যাসিয়াসের পাশাপাশি নাম চলে আসে জার্মানির ম্যানুয়েল ন্যুয়ারের। ক্লাবের জার্সি গায়ে প্রায় সব শিরোপাই ছুঁয়ে দেখেছেন। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের নিচে তিনিই ছিলেন প্রথম ভরসা। কিন্তু এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা।

এক ভিডিও বার্তায় অবসরের এ ঘোষণা দেন ৩৮ বছর বয়সী তারকা বলেন, প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যারা আমাকে চেনেন, তারা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি।

শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যাই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।

সম্পর্কিত পোস্ট