মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড থেকে ডা. নাজিমের পদত্যাগ

অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছেন ডাঃ নাজিম উদ্দিন।

শনিবার (২৫ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে করলে তিনি পদত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট স্বল্প মূল্যে সাধারণ মানুষকে সঠিক চিকিৎসা কার্যক্রমসহ জনহিতকর কাজ করে আসছে। তার মৃত্যুর পর প্রচলিত নিয়ম অনুসারে এই প্রতিষ্ঠানটি ট্রাস্টের সদস্যদের সিদ্ধান্তের মাধ্যমে চলছে।

ঢাকার অধুরে আশুলিয়া থানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের মুল অফিস এবং মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত।

ডাঃ নাজিম উদ্দিন তার ব্যক্তিগত স্বার্থে অন্যান্য ট্রাস্টিদের মতামত না নিয়ে স্থানীয় এমপির সহযোগীতায় ঐ হাসপাতালে কিশোর গ্যাং ও ভাড়াটে কিছু লোকের মাধ্যমে হাসপাতালের অর্থ আত্মসাত এবং অন্যান্য কাজগুলো দখল নিয়ে কর্মীদের মাঝে হতাশা সৃষ্টি করে নিজের ইচ্ছামত চলছিলেন।

আন্দলনকারীদের দাবী, ডাঃ নাজিম উদ্দিনের যে সকল দুর্নীতির প্রমাণ রয়েছে সেগুলোর সঠিক বিচার করতে হবে।

সম্পর্কিত পোস্ট