বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোয়িশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে হবিগঞ্জ জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রান বিতরণ করা হয়। এসময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে না। ভারত আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অগ্রাসন চালায়।
নয়ন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বন্যাকবলিত এলাকার বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে সাধারণ মানুষের পাশে এবং তাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। উনার নির্দেশেই আমরা আপনাদের মাঝে এসেছি।
তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের উপর বিভিন্নভাবে আগ্রাসন চালায়। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা কখনো বন্ধুর মত আচরণ করে না। যেহেতু তারা বন্ধুর মতো আচরণ করছে না সেহেতু তাদের আগ্রাসন থেকে বেঁচে থাকার জন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিলেট জেলার আহবায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব মাকসুদ আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
এদিকে, শনিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম এর নেতৃত্বে বন্যা কবলিত নোয়াখালীর ৫ টি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জোন রাজগন্জ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ (পুরাতন ভবন), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ ( নতুন ভবন) এবং বেগমগঞ্জ দুর্গাপুরে ত্রাণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের সৃষ্টি এই বন্যা পরিস্থিতি। যার ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আরো অনেক জেলা। আজকের এই কৃত্রিম যে পরিস্থিতি ভারত সৃষ্টি করেছে তাতে লক্ষ লক্ষ লোক বন্যার কবলে পতিত হয়েছে এবং মানুষ গৃহবন্দী সহ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পরেছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই প্রেক্ষিতে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি এবং আগামীতেও আপনাদের যেকোনো সংকটে বিএনপি পাশে থাকবে।