মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৫লাখ লোক আতংকে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের এলাকায় গত কয়েক দিনের প্রবল ভারী বর্ষণে ৬৪ কিলোমিটারের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রকল্পের অভ্যন্তরে বসবাসকারী প্রায় ৫ লাখ লোক আতংকে দিন কাটাচ্ছেন।

শনিবার (২৪ আগষ্ট) মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধের বড় বড় গর্তের সংস্কার কাজ করছেন বিনা পারিশ্রমিকে মতলব উত্তরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) উদাসীনতার কারণে সংস্কার কাজে কোনো উদ্যোগ নেই। এমনকি প্রকল্প এলাকায় তাদের তৎপরতা না থাকায় জনমনে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি অবস্থিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এতে রয়েছে ৬৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গত কয়েক দিনের অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট