মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকাস্থ চাঁদপুর সমিতির আত্মপ্রকাশ

ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে নব গঠিত একটি সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ চাঁদপুর সমিতি’র আত্মপ্রকাশ।

রাজধানীর ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতি’র ৩০তম ত্রি-বার্ষিক সাধারন সভায় সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর পল্টনস্থ রুপায়ন তাজ সেন্টারের অডিটোরিয়ামে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে ‘ঢাকাস্থ চাঁদপুর সমিতি’ নামে একটি সামাজিক সংগঠনের প্রয়োজনবোধ করে। সকলের ঐক্যমত পোষণ করলে তা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশে রুপ নেয়।

উপস্থিত সদস্যদের ঐক্যমতে ভিত্তিতে সাংবাদিক রোকনুজ্জামান রোকনকে আহবায়ক ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে ২ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় একই সাথে সিদ্ধান্ত হয় পরবর্তি সবায় ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামী দিনে চাঁদপুর জেলার বাসিন্দাদের জন্য বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে এই সংগঠনকে দেশব্যাপী পরিচিতি জন্য লড়াই করে যাবেন।

সম্পর্কিত পোস্ট