মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (২০) বছরের এক যুবক নিহত হয়েছে। সে সিএনজি চালক ছিল।

সোমবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সারে ৪টার দিকে মৃত ঘোষনা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো সুমন বলেন, রাতে ডেন্টাল রোডে সিএনজি চালককে ধরে চারজন ছিনতাইকারী ধস্তধস্তি করছিল। এক পর্যায়ে এক যুবক সিএনজি চালকের বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দৌড়ে গেলে চারজনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

তিনি আরও জানান, ডেন্টাল রোডে একটি গ্যারেজে রাতে কাজ করছিলেন। এসময় চিৎকারের আওয়াজ সুনে রাস্তায় বের হয়ে দেখি এক সিএনজি চালক ছিনতাইকারীর কবলে পরেছে। ধারনা করা হচ্ছে, সিএনজি ছিনতাই করতে তারা এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পথচারীরা জানান, ওই যুবক সিএনজি চালক। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

সম্পর্কিত পোস্ট