মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও বন্যার্তদের পাশে আমিন মোহাম্মদ গ্রুপ

কুমিল্লার বুড়িচং উপজেলার চারটি গ্রামে এবার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় নানা সরঞ্জাম বিতরণ করেছে আমিন মোহাম্মদ গ্রুপ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বুড়িচং উপজেলার বাকশিমুল, ইছাপুর, হরিপুর, পয়াত গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করেন।
আমিন মোহাম্মদ গ্রুপের সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সড়কপথ-নৌপথ পাড়ি দিয়ে বন্যা কবলিত ওই চারটি গ্রামে পৌঁছে আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রি ও প্রয়োজনীয় নানা সরঞ্জাম বিতরণ করা হয়। গ্রামের প্রত্যন্ত পাড়া-মহল্লায় গিয়ে সশরীরে এসব সহায়তা দেওয়া হয়।
দিনের বেলায় এ কার্যক্রম শুরু হয়ে চলে মাঝ রাত পর্যন্ত। আমিন মোহাম্মদ গ্রুপের এসব সহায়তা সামগ্রী বিতরণে সার্বিকভাবে পাশে ছিলেন সকল শ্রেনিপেশার স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
এসব সহায়তা সামগ্রী বিতরণে যুক্ত থাকা আমিন মোহাম্মদ গ্রুপের একজন কর্মকর্তা সময়ের আলোকে জানান, বিভিন্ন গ্রামে এমন অনেক পরিবার আমরা পেয়েছি, যাদের কাছে এই প্রথম কোনো সহায়তা সামগ্রী গিয়ে পৌঁছেছে। ফলে যারা বন্যাকবলিত এলাকায় যারা কাজ করছেন তারা যেন প্রত্যন্ত গ্রামগুলোতে যান এবং সবার দুয়ারে গিয়ে যাতে খাদ্য-সরঞ্জাম পৌঁছানো যায় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
প্রসঙ্গত, ২৮ আগস্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে গত সোমবার আমিন মোহাম্মদ গ্রুপ বন্যা কবলিত নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থানাধীন দুর্গম কিছু এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এর আগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।

সম্পর্কিত পোস্ট