সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমাকে ‘হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ‘বিপ্লব কুমার দেবকে হত্যার চেষ্টা’ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট ২০২১) স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি এ খবর জানায়। ভারতের বার্তাসংস্থা পিটিআই লিখেছে, বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরায় নিজ সরকারি বাসভবনের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে হাঁটতে বের হন বিপ্লব দেব। এ সময় তিন ব্যক্তি একটি গাড়ি নিয়ে তার উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, গাড়িটি আসতে দেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী লাফ দিয়ে সরে পড়েন। এতে ওই গাড়ি একপাশ দিয়ে চলে যায়। এ ঘটনায় বিপ্লব দেবের কিছু না হলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষীরা ওই গাড়িকে জব্দ করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। পরে বৃহস্পতিবার রাতে ত্রিপুরার কেরচৌমুহনি এলাকায় গাড়িটি চিহ্নিত করে হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ।

আটক হওয়াদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ত্রিপুরার মুখ্য বিচারিক হাকিম পিপি পলের আদালতে তোলা হয়। আদালত তাদের ১৪ দিনের জন্য জুডিশিয়াল কাস্টডিতে রাখার আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট