সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জম্মু-কাশ্মিরের মর্যাদা পুনর্বহালের দাবি রাহুল গান্ধীর

  • আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু-কাশ্মিরের রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার দাবি  জানিয়েছেন। মঙ্গলবার) শ্রীনগরে জম্মু-কাশ্মিরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়াসহ সেখানে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখনই আমরা পেগাসাস স্পাই  ওয়্যার ইস্যু এবং জম্মু-কাশ্মির ইস্যু উত্থাপন করেছি, আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে।’

কাশ্মীরি জনগণের সঙ্গে নিজের আবেগ যুক্ত করে রাহুল বলেন, আমার মধ্যেও কিছুটা কাশ্মীরিয়াত আছে। গুলাম নবী আজাদ (কংগ্রেসের সিনিয়র নেতা) আমাকে সংসদে কাশ্মির ইস্যু উত্থাপন করতে বলেছিলেন। আমি আপনাদের বলতে চাই,  আমাদের এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। পেগাসাস, দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম। কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’

রাহুল গান্ধী বলেন, আজ এটা শুধু জম্মু-কাশ্মিরের নয়, সব প্রতিষ্ঠানের কথা। বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে। মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না। তাদেরকে দমন করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তারা ভীত। তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে।’ পার্সটুডে।

সম্পর্কিত পোস্ট