সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

  • নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১১ আগস্ট ২০২১) সন্ধ্যায় এমির‌াটসের একটি কার্গো ফ্লাইটে টিকার এই চালান ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আর আগে গতকালও (১০ আগস্ট) একইভাবে ১৭ লাখ ডোজ দেশে আসে।

এদিকে বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, এ দফায় ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দোহা হয়ে ঢাকায় আসছে।

এবারের এই দুই দফা টিকার চালানের আগে সিনোফার্মের ৮১ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এরমধ্যে দুই দফায় চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ ছাড়া বাকি ৭০ লাখ কেনা চুক্তির আওতায় দেশে এসেছে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের ইপিআইর প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স জানিয়েছেন, এই চালানসহ পাঁচ দফায় চীন থেকে মোট প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মের টিকা দেশে আসবে।

সম্পর্কিত পোস্ট