সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দোহায় মার্কিন-তালেবান বৈঠক

  • আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড ও তালেবানের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একটি মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট ২০২১) বার্তাসংস্থা এপির বরাতে এসব জানিয়েছে বিবিসি। বৈঠকে মার্কিন নাগরিকদের কাবুল থেকে সরাতে তালেবান বাধা দেবে না এমন একটি চুক্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় বৈঠকে মার্কিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি তালেবানদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। এখানে একটি ‘ডিকনফ্লিকশন মেকানিজম’ প্রতিষ্ঠিত হয়েছে। এর অর্থ মার্কিন নাগরিকদের স্থানান্তরে তালেবান কোনো প্রকার বাধা দেবে না।

মার্কিন বাহিনী বর্তমানে কাবুর বিমানবন্দরটি সুরক্ষিত করার জন্য কাজ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সারাদিনে এখানে অন্তত সাতজন নিহত হয়েছে। হাজার হাজার আফগান সোমবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ছুটে এসেছিল। এসময় একটি মার্কিন সামরিক জেট টেক-অফ করতে যাচ্ছিল। উপস্থিত আফগানরা এতে ওঠার চেষ্টা করে, এতে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত সাতজন মারা যায়।

 

সম্পর্কিত পোস্ট