সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

  • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার বাবা-ছেলে ফিশারীতে কাজে যান। কিন্তু ছেলেকে নিয়ে আর বাড়ি ফেরা হয়নি। ফিশারীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাঁদের মৃত্যু হয়।

ফিশারীতে থাকা ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যান বাবা। বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে। ছেলেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন বলেন, ‘ওই এলাকায় নূর মোহাম্মদের ফিশারীতে কাজ করত মজিদ। অন্যান্য দিনের মতো সন্ধ্যার দিকে ছেলেকে নিয়ে ফিশারীতে যান তিনি। এ সময় ফিশারীতে থাকা ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যান বাবা। এরপর বাবাকে ছাড়াতে গিয়ে একই সঙ্গে বিদ্যুতায়িত হয় ছেলে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’

সম্পর্কিত পোস্ট