সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গুলশানে মাদকবিরোধী অভিযান

  • নিজস্ব প্রতিবেদক

বিপুল পরিমান মাদকদ্রব্য মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশানে একটি বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরের একটি টিম।

বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান ১ নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর ভবনের লেভেল ৫ এ অভিযান পরিচালিত হচ্ছে। এখনো অভিযান চলমান রয়েছে, কিছক্ষণের মধ্যে অভিযান শেষ করে আপনাদের বিস্তারিত জানানো হবে।

এর আগে ২১ আগষ্ট রাজধানীর বসুন্ধরা-বারিধারা এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ভয়ঙ্কর মাদক ক্রিসটাল মেথ বা আইস ও ইয়াবাসহ ১০ জনকে আটক করেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তখন মাদক অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের প্রত্যেকের সাত-আটজন করে বাঁধা ক্রেতা আছে। তারা ১ গ্রাম আইস ১০ থেকে ১২ হাজার টাকায় কেনাবেচা করতেন।

সম্পর্কিত পোস্ট