সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১০৩

  • আন্তর্জাতিক ডেস্ক

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কাবুল হামলা ১৩ মার্কিন সেনা ও ৯০ জন আফগান নাগরিক নিহত হয়েছেন।  এদিকে তালেবানের এক সদস্য জানিয়েছেন হামলায় তাদের ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জোড়া বিস্ফোরণে আহতও দেড়শ ছাড়িয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা জানান, বৃহস্পতিবারের বোমা হামলায় তাদের অন্তত ২৮ সদস্য নিহত হয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের তুলনায় আমরা বেশি লোক হারিয়েছি।’
তবে এ ‘আত্মঘাতী’ বোমা হামলার পরও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সরে যেতে এবং কূটনীতিক, বিদেশি নাগরিক ও তাদের সহযোগীদের সরিয়ে নেওয়ার সময়সীমা ৩১ আগস্ট থেকে যেন বাড়ানো না হয় বলে জানিয়েছেন এ তালেবান কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট