শুক্রবার, ১৭ মে ২০২৪

এক সপ্তাহে কাবুল বিমানবন্দরে ২০ জন মৃত্যু

পিস বাংলা By পিস বাংলা আগ২২,২০২১
  • আন্তর্জাতিক ডেস্ক

গত এক সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ও বাইরে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

রোববার (২২ আগস্ট ২০২১) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এই বার্তাসংস্থা।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের রোববার কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস কর্মী, নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেয়ার সময় প্রাণহানির এই ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেন, কাবুল বিমানবন্দরের বাইরের সংকট দুর্ভাগ্যজনক। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশিদের সরিয়ে নেয়াই আমাদের অগ্রাধিকার।

গত এক সপ্তাহের প্রতিদিনই কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া লোকজনের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, দূতাবাসের কর্মী এবং ঝুঁকিপূর্ণ বেসামরিক আফগানদের সরিয়ে নেয়ার কাজ বাধাগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট