সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিবচরে চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

  • মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট ২০২১) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী মিতা, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট