সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খন্দকার মোশতাকের বাড়িতে হামলা-ভাঙচুর

  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের মুল পরিকল্পনাকারী খুনি খন্দকার মোশতাকের কুমিল্লার বাড়ি ঘেরাও করেছে জনতা। তাঁর বাড়ীতে হামলা, ভাঙচুর ও প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ করেছে বিভিন্ন কর্মসূচি পালন করে যুবলীগ-ছাত্রলীগসহ বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশ পাড়ায় অবস্থিত খন্দকার মোশতাক আহমেদের পৈত্রিক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা স্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে। মোশতাকের মরণোত্তর বিচারসহ কবর অপসারণেরও দাবি জানান তারা।

দাউদকান্দি দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

সম্পর্কিত পোস্ট