সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরের বন্যার কারণে স্কুলের চারপাশে পানি, পাঠদানে অনুপযোগী

  • মাদারীপুর প্রতিনিধি

করোনা মহামারির ফলে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় চালুর খবরে মাদারীপুর জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় চলছে নানা প্রস্তুতি। তবে বন্যার কারণে স্কুলের চারপাশে পানি, পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে পাঁচ উপজেলার অন্তত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলায় ৩টি, রাজৈর উপজেলায় ৪টি, কালকিনি উপজেলায় ৫টি ও শিবচর উপজেলায় ৮টি বিদ্যালয়। এসব বিদ্যালয়ের মাঠে ও যাতায়াতপথে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আর পানিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাঘদী নাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুদ্দিন মোল্লা প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ২০টি।

এ অবস্থায় দীর্ঘ দেড় বছর পর বিদ্যালয় চালু হলে এসব বিদ্যালয়ে পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবক।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা খাতুন বলেন, আমরা কয়েক দিন আগে অনেকগুলো স্কুল পরিদর্শন করেছি। কয়েকটি বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে আপাতত পাঠদানে কোনো সমস্যা হবে না।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, আমরা জেলার যেসব বিদ্যালয়ে পানি উঠতে পারে, তার একটি তালিকা তৈরি করেছি। এখন পর্যন্ত বেশ কিছু বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। তবে বিদ্যালয়ের ভেতরে পানি ওঠেনি। যদি পানি ওঠে, তাহলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট