সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ইতিহাস গড়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ইতিহাস গড়ে জয় পেয়েছে টাইগার। বাংলাদেশের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন কিপটিন দোরিগা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ

বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) মানের মাসকটে আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষকে ১৮২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরতেই সাকিবের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে পাপুয়া নিউ গিনি। মাত্র ২৯ রানে ৭ উইকেট হারায় দলটি।

প্রথম দুটি উইকেট পেসারদের দখলে গেলেও আরো চারটি উইকেট তারা হারিয়েছে স্পিনারদের কাছে। সাকিব আল হাসান ৩ ওভারে ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। পাপুয়া নিউ গিনি ২৪ রানে ছয় নম্বর উইকেটটি হারায় মেহেদী হাসানের কাছে। নরম্যান ভানুয়াকে শূন্য রানে ফেরান তিনি। সাকিব শেষ ওভারে নেন চতুর্থ উইকেট।

সপ্তম উইকেট হারানোর পর হালকা প্রতিরোধ গড়েছিল পাপুয়া নিউ গিনি। চাঁদ সোপার ও কিপলিন দোরিগা ২৬ রানের জুটি গড়েন। তা ভেঙে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দোরিগা একপাশ আগলে রাখলেও অন্যপাশে চলে আসা-যাওয়ার মিছিল।

এর আগে  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি ও সাকিব আল হাসানের ৪৬ রানের সুবাদে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ।

সম্পর্কিত পোস্ট